আফ্রিকার দেশ মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী ডালিম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার বিকাল ৩টার দিকে গুরুই মাসিস শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব ডালিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়নের বাসিন্দা। তিনি মোজাম্বিকের মুলুম্বু শহরে দীর্ঘ ১০ বছর ধরে ব্যবসা করে আসছে। গত ২১ এপ্রিল দেশ থেকে ফিরেছেন তিনি।
জানা গেছে, দোকানের জন্য মালামাল নিতে মুলুম্বু থেকে গুরুই মাসিস শহরে এসেছিলেন আইয়ুব। মালবাহী একটি ট্রাকে মালামালও উঠান। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে গাড়ির ভেতরে আটকা পড়েন আইয়ুব। সেখানেই মারা যান তিনি।
দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে ডালিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ মিলান্জি শহরে নিয়ে আশা হয়। সেখানে বাংলাদেশি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এফপি/এসএন