প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাদ অনুসারীদের

সম্প্রতি তাবলীগ জামাতের বিদ্যমান সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন মাওলানা আশরাফ আলী।

সোমবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি হলে সাংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। মাওলানা আশরাফ আলী তাবলীগের মাওলানা সাদ আহমেদ কান্ধলভীর অনুসারীদের আমির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে তাবলীগের তাবলীগে মারামারি নয়। তৃতীয় একটি পক্ষ তাবলীগের সাথে মাদরাসার ছাত্রদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করছে। যা মূলধারা তাবলীগের পরিপস্থি।

তিনি বলেন, ১৯৯৫ সালে তাবলীগের তৃতীয় আমীরের ইন্তেকালের পর হযরত মাওলানা সাদ সাহেবসহ তিনজনকে বিশ্ব তাবলীগের কাজ পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে ওই তিনজনের মধ্যে ১৯৯৭ সালে একজন এবং ২০১৪ সালে আরেক জনের ইন্তেকাল হয়। এমতাবস্থায় ২০১৭ সালে তাবলীগের প্রচলিত প্রক্রিয়ায় হযরত মাওলানা সাদ সাহেবকে আমির নিযুক্ত করা হয়। কিন্তু বর্তমানে হযরত মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্যকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মাওলানা আশরাফ আলী বলেন, সাদ সাহেবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ‘তিনি নিজেকে আমির ঘোষণা করেছেন, তিনি নবী হযরত মূসা (আ:) এর শানে সম্মানহানিকর ফতোয়া দিয়েছেন যে যারা কুরআন পড়িয়ে অর্থ নেয় তাঁদের পূর্বে পতিতারা বেহেশতে যাবে।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেন সাদপস্থি ওই আমির।

উল্লেখ্য, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কন্দ্রে করে গত ১ ডিসেম্বর তাবলীগের মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ইসমাইল মন্ডল (৭০) নামের একজন নিহত হয়েছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের মিলকিপাড়া গ্রামে। এছাড়াও আহত হয়েছেন প্রায় শতাধিক।

পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মিয়া কামলা উভয় পক্ষের সাথে বৈঠক করেন এবং নির্বাচনের আগে টঙ্গী ময়দানে কেউ সমাবেশ করতে পারবেন না বলে ঘোষণা দেন। এ ঘোষণার পর পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনার পর আজ প্রথমবারের মত সাদ অনুসারীরা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য উপস্থাপন করেছে।

 

টাইমস/কেআরএস/পিআর

Share this news on:

সর্বশেষ

img
ভারতের যেখানেই যাই অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই: কঙ্গনা May 06, 2024
img
গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনদিনই ছিল না : ওবায়দুল কাদের May 06, 2024
img
গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর May 06, 2024
img
দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার May 06, 2024
img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024