২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হৃতিক রোশনের 'ওয়ার' ছবির সিক্যুয়ালের অপেক্ষায় বহুদিন ধরে রয়েছেন দর্শকরা। যশরাজ স্পাই ইউনিভার্সের এই ছবিটি ঘিরে দর্শকমহলে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। ‘ওয়ার ২’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট, আর বর্তমানে এর শুটিং চলছে পুরোদমে।
এরইমধ্যে শুটিং সেট থেকে ফাঁস হলো হৃতিকের ছবি। যা বেশ আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। সেই সঙ্গে বাড়িয়েছে উন্মাদনা।
যে ছবিটি এখন দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তাতে দেখা যাচ্ছে হৃতিক রোশনের হাতে একটি কাটানা, অর্থাৎ জাপানি তরবারি।
যদিও এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ছবিটি শুটিং সেট থেকে ফাঁস হয়েছে কি না, তবে ছবিটিকে ওয়ার ২ সিনেমার দৃশ্যই ভাবছেন অনুরাগীরা। কারণ এর আগে একটি প্রতিবেদনে ওঠে এসেছিল এই সিনেমায় হৃতিকের দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্সের বর্ণনা। যেখানে বলা হয়েছিল অভিনেতার এন্ট্রি সিন হবে অ্যাকশনে ভরপুর তলোয়ার-যুদ্ধ দিয়ে। তাই তলোয়ার হাতে ফাঁস হওয়া ছবিটি ঘিরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন হৃতিক ভক্তরা।
২০২৪ সালের কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, হৃতিকের চরিত্রটি পরিচিত হবে এক ভয়ঙ্কর খলনায়কের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে। ধারণা করা হচ্ছে, এই মুখোমুখি লড়াই হবে একটি জাপানি মঠে। দৃশ্যটি শুট করা হয়েছে মুম্বাইয়ের আন্ধেরির ওয়াইআরএফ স্টুডিওতে নির্মিত একটি জাঁকজমকপূর্ণ সেটে। বৃহৎ এই সেটটি সাজানো হয়েছিল একটি ৩০০ বছর পুরনো ঐতিহ্যবাহী মঠের আদলে, যা মেঘে ঢাকা এক পাহাড়চূড়ায় অবস্থিত— ঠিক যেমনটি ফাঁস হওয়া ফুটেজের দৃশ্যে দেখা যাচ্ছে।
প্রযোজক আদিত্য চোপড়া এবং সাবেক পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই দৃশ্যের ধারণা তৈরি করেছেন, যাতে ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজিতে একটি নতুন ভিজ্যুয়াল যোগ করা যায় যা পূর্ব এশীয় সংস্কৃতির ছোঁয়া এনে দেবে দর্শকদের মাঝে।
এদিকে, হৃতিকের এই শুটিংয়ের দৃশ্যে যেমন আপ্লুত তার ভক্তরা, তেমনি সিনেমাপ্রেমীরা এ ধরনের ছবি ফাঁস হওয়া নিয়ে নিজেদের শঙ্কাও প্রকাশ করেছেন। কারো কারো মতে, শুটিং দৃশ্য এভাবে ফাঁস হওয়াটা ভালো লক্ষণ নয়। এতে গল্পের স্পয়লার হওয়ার সম্ভাবনা দেখা যায় যা মোটেও কাম্য নয় দর্শকদের কাছে।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-এর প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। আরো রয়েছেন জুনিয়র এনটিআর। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন এনটিআর। এছাড়া কিয়ারা আদভানিকেও দেখা যাবে সিনেমাটিতে।
আরএ/টিএ