অ্যাকশন মুডে হৃতিক, ফাঁস ‘ওয়ার ২’-এর দৃশ্য ফাঁস

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হৃতিক রোশনের 'ওয়ার' ছবির সিক্যুয়ালের অপেক্ষায় বহুদিন ধরে রয়েছেন দর্শকরা। যশরাজ স্পাই ইউনিভার্সের এই ছবিটি ঘিরে দর্শকমহলে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। ‘ওয়ার ২’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট, আর বর্তমানে এর শুটিং চলছে পুরোদমে।

এরইমধ্যে শুটিং সেট থেকে ফাঁস হলো হৃতিকের ছবি। যা বেশ আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। সেই সঙ্গে বাড়িয়েছে উন্মাদনা।

যে ছবিটি এখন দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তাতে দেখা যাচ্ছে হৃতিক রোশনের হাতে একটি কাটানা, অর্থাৎ জাপানি তরবারি।

যদিও এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ছবিটি শুটিং সেট থেকে ফাঁস হয়েছে কি না, তবে ছবিটিকে ওয়ার ২ সিনেমার দৃশ্যই ভাবছেন অনুরাগীরা। কারণ এর আগে একটি প্রতিবেদনে ওঠে এসেছিল এই সিনেমায় হৃতিকের দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্সের বর্ণনা। যেখানে বলা হয়েছিল অভিনেতার এন্ট্রি সিন হবে অ্যাকশনে ভরপুর তলোয়ার-যুদ্ধ দিয়ে। তাই তলোয়ার হাতে ফাঁস হওয়া ছবিটি ঘিরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন হৃতিক ভক্তরা।

২০২৪ সালের কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, হৃতিকের চরিত্রটি পরিচিত হবে এক ভয়ঙ্কর খলনায়কের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে। ধারণা করা হচ্ছে, এই মুখোমুখি লড়াই হবে একটি জাপানি মঠে। দৃশ্যটি শুট করা হয়েছে মুম্বাইয়ের আন্ধেরির ওয়াইআরএফ স্টুডিওতে নির্মিত একটি জাঁকজমকপূর্ণ সেটে। বৃহৎ এই সেটটি সাজানো হয়েছিল একটি ৩০০ বছর পুরনো ঐতিহ্যবাহী মঠের আদলে, যা মেঘে ঢাকা এক পাহাড়চূড়ায় অবস্থিত— ঠিক যেমনটি ফাঁস হওয়া ফুটেজের দৃশ্যে দেখা যাচ্ছে।

প্রযোজক আদিত্য চোপড়া এবং সাবেক পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই দৃশ্যের ধারণা তৈরি করেছেন, যাতে ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজিতে একটি নতুন ভিজ্যুয়াল যোগ করা যায় যা পূর্ব এশীয় সংস্কৃতির ছোঁয়া এনে দেবে দর্শকদের মাঝে।

এদিকে, হৃতিকের এই শুটিংয়ের দৃশ্যে যেমন আপ্লুত তার ভক্তরা, তেমনি সিনেমাপ্রেমীরা এ ধরনের ছবি ফাঁস হওয়া নিয়ে নিজেদের শঙ্কাও প্রকাশ করেছেন। কারো কারো মতে, শুটিং দৃশ্য এভাবে ফাঁস হওয়াটা ভালো লক্ষণ নয়। এতে গল্পের স্পয়লার হওয়ার সম্ভাবনা দেখা যায় যা মোটেও কাম্য নয় দর্শকদের কাছে।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-এর প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। আরো রয়েছেন জুনিয়র এনটিআর। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন এনটিআর। এছাড়া কিয়ারা আদভানিকেও দেখা যাবে সিনেমাটিতে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার : ভারতের প্রতিরক্ষামন্ত্রী May 05, 2025
img
কার চাঁদের আলো এবং স্মৃতিতে ডুবে আছেন মিমি? May 05, 2025
img
এবার স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকল নেতানিয়াহু'র দেশ May 05, 2025
img
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ২ May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ May 05, 2025
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ভয়ংকর গাড়ি দুর্ঘটনা, প্রাণহানি ৩ সৈন্যের May 04, 2025
গাজীপুরে কি হয়েছে হাসনাতের সাথে? May 04, 2025
রাজনীতির আঙিনায় ডা. জুবায়দার প্রত্যাবর্তন? May 04, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ May 04, 2025
img
পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড May 04, 2025