ভারতের দুই জনপ্রিয় তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোন আবারও বড়পর্দায় একসঙ্গে আসছেন। তাদের নতুন সিনেমার নাম ‘স্পিরিট’, পরিচালনায় থাকছেন বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যায় প্রভাস ও দীপিকাকে। সেই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছিল। এবার আবারও তারা জুটি বাঁধছেন ‘স্পিরিট’ নামের নতুন একটি প্রজেক্টে।
শুরুতে সিনেমাটির নায়িকা হিসেবে দীপিকাকেই নির্বাচন করেছিলেন নির্মাতা সন্দীপ। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় দীপিকা প্রস্তাব ফিরিয়ে দেন। নির্মাতা দীপিকার জন্য অপেক্ষা করেন, আর এখন অবশেষে দীপিকাও সিনেমাটিতে কাজ করতে সম্মত হয়েছেন।
সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৫ সালের অক্টোবরে এবং মুক্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৭ সালের শুরুতে। দীপিকা বলিউড বাদ দিয়ে এখন দক্ষিণ ভারতের সিনেমাতেও সমানভাবে কাজ করছেন।
এছাড়া দীপিকা শাহরুখ খানের সঙ্গে নতুন সিনেমা ‘কিং’-এও কাজ করছেন, যেখানে তিনি সুহানা খানের মায়ের চরিত্রে থাকবেন। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।
শুধু তাই নয়, ‘পাঠান-২’ এবং প্রভাসের সঙ্গে ‘কাল্কি-২’ সিনেমাতেও দীপিকার থাকার কথা রয়েছে, যদিও এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
টিকে/টিএ