একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, একটি সংঘবদ্ধ মহল পরিকল্পিতভাবে গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে, যা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (৪ মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজিত ‘ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আইসিটি বিভাগের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ফ্যাক্ট চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন ও নিউজ মিডিয়া সাক্ষরতা বিষয়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। একইসঙ্গে গুজব ও অপতথ্য প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যারা ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন। যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান।

আরএ/টিএ



Share this news on:

সর্বশেষ

img
পহেলগাম ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবে এরদোগানের সমর্থন May 09, 2025
বিএনপির প্রোগ্রাম না গেলে হুমকি দেয়, যে কারণে এই কথা বললেন রিকশা চালক! May 09, 2025
img
একটি পদ্মার ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়! May 09, 2025
img
প্রাইম এশিয়ার পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত টিনা গ্রেফতার May 09, 2025
img
পাকিস্তানের পক্ষে এরদোগানের বার্তা May 09, 2025
img
আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হাসনাতের May 09, 2025
img
পাকিস্তানে আবারও ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত May 09, 2025
হজ আসলে কাদের উপর ফরজ | ইসলামিক জ্ঞান May 09, 2025
img
পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা May 09, 2025
আশুলিয়ায় স্বামী হত্যার বিচার চেয়ে যা বললেন স্ত্রী May 09, 2025