ব্রাজিলে লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা, গ্রেফতার ২

ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সমুদ্রসৈকতে বিশ্বখ্যাত মার্কিন পপতারকা লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা রুখে দিয়েছে দেশটির পুলিশ। গত শনিবার (৩ মে) অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে দুই মিলিয়নেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রিও ডি জেনেইরো রাজ্যের সিভিল পুলিশ জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত একটি বিশেষ অভিযানে দুই পরিকল্পনাকারীকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জনের লক্ষ্যে কনসার্টে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ব্যবহার করে হামলা চালানোই ছিল তাদের পরিকল্পনার মূল উদ্দেশ্য।

পুলিশ আরো জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও একজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে রিও গ্রান্দে ডো সুল রাজ্যে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়, আর কিশোরকে গ্রেফতার করা হয়েছে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে।

পুলিশ জানিয়েছে, এই গোষ্ঠীটি অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছিল। বিশেষ করে তাদের লক্ষ্য ছিল শিশু, কিশোর-কিশোরী ও এলজিবিটিকিউ+ সম্প্রদায়। তারা কিশোরদের মধ্যে চরমপন্থী মনোভাব গড়ে তোলার কাজেও লিপ্ত ছিল, যেখানে আত্মনির্যাতন ও সহিংসতাকে ‘চ্যালেঞ্জ’ ও ‘অন্তর্ভুক্তির মাধ্যম’ হিসেবে উপস্থাপন করা হতো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ফেক মনস্টার’ নামক এই অভিযানে রিও ডি জেনেইরো, মাতো গ্রোসো, রিও গ্রান্দে ডো সুল ও সাও পাওলোতে তল্লাশি চালিয়ে একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী জব্দ করা হয়।

এই পরিকল্পনার পেছনে থাকা গোষ্ঠীটি নিজেদের ‘লিটল মনস্টার’ বলে পরিচয় দিত, যা লেডি গাগার ভক্তদের একটি জনপ্রিয় নাম। রিও শহরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিনা মূল্যের কনসার্টটি অর্থায়ন করেছে নগর কর্তৃপক্ষ। অনুষ্ঠান থেকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করা সম্ভব হবে বলে ধারণা করেছিলেন তারা।

কনসার্ট ঘিরে প্রায় ৫,০০০ পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তার খাতিরে ধাতব শনাক্তকরণ যন্ত্র, ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মতো নানা ব্যবস্থা নেওয়া হয়। কনসার্ট চলাকালীন কিংবা তার আগে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হুমকির তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে লেডি গাগার টিম।

তারা জানান, ‘আমরা গণমাধ্যমে এই ঘটনার কথা প্রথম জানতে পারি।’

শেষবার ২০১২ সালে তার অষ্টম অ্যালবাম মেহেমের প্রচার অভিযানের অংশ হিসেবে ব্রাজিলে পারফর্ম করেছিলেন লেডি গাগা।

আরএম/এসএন 





Share this news on:

সর্বশেষ

img
সাফল্যের বার্তা পেলেন মিরাজ May 05, 2025
img
আমার মা, ভাইবোন যেমন পরিবার গৃহকর্মীও তাদেরই একজন : জয়া May 05, 2025
img
গরু খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক May 05, 2025
img
খালেদা জিয়ার আগমন ঘিরে যানজটের আশঙ্কা, সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ May 05, 2025
img
আগামীকাল মোটরসাইকেল চলতে পারবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে May 05, 2025
img
৯ মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক প্লাটফর্ম ‘আপ বাংলাদেশ’ May 05, 2025
img
পরিকল্পনার মাধ্যমে গাছ রোপণ করে ঢাকার তাপমাত্রা কমিয়ে আনতে হবেঃ ডিএনসিসি প্রশাসক May 05, 2025
img
লাইসেন্স ছাড়াই চলছে হাজারেরও বেশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান : সংস্কার কমিশন May 05, 2025
img
রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের বার্তা May 05, 2025
img
আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে May 05, 2025