পুঁজিবাজারে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে লেনদেনে ফিরেছে খানিকটা গতি। সোমবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৮৪ কোটি টাকা, যা প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৬৪ পয়েন্টে।
এর আগের দিন রোববার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি টাকার কিছু বেশি এবং সূচক ছিল ৪,৯৫৬ পয়েন্ট। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি—সেদিন ছিল ৬০৭ কোটি টাকা।
চলতি বছরের মার্চের শুরু থেকেই বাজারে মন্দাভাব বিরাজ করছিল। এপ্রিলের মাঝামাঝি থেকে প্রতিদিনের লেনদেন তিনশ কোটি টাকার ঘরেও নেমে আসে। ২৯ এপ্রিল লেনদেন ছিল মাত্র ২৯১ কোটি টাকা, যা ছিল পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
তবে সোমবার লেনদেনের গতি এবং সূচক বৃদ্ধিতে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতের বিনিয়োগকারীরা বেশি মুনাফা করেছেন বলে জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির, অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ব্যাংক খাত, যেখানে ৭৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয় (১৮ শতাংশ)। এরপর রয়েছে খাদ্য খাত (৫০ কোটি ৮০ লাখ) ও জ্বালানি ও বিদ্যুৎ খাত (৪০ কোটি টাকা)।
এসএস/টিএ