গরমে বেড়াতে যাওয়ার আগে ব্যাগে রাখুন ৬ জরুরি জিনিস

পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর এই সময়েই অনেকেই ছুটির ফাঁকে বেরিয়ে পড়েন ভ্রমণে। তবে গরমে ঘোরাঘুরির অভিজ্ঞতা আরামদায়ক করতে গেলে আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুছিয়ে নেওয়া প্রয়োজন। চলুন, দেখে নেওয়া যাক, কী কী রাখলে গরমে অসুবিধা কমবে।

প্রয়োজনীয় ওষুধপত্র-
গরমে ডিহাইড্রেশন, আমাশয়, মাথাব্যথা বা সর্দি-কাশির মতো সমস্যায় ভোগার আশঙ্কা থাকে। তাই ওষুধের কিট ব্যাগে রাখা অত্যন্ত জরুরি।

পানির বোতল-
পর্যটনকেন্দ্রে পানি কিনতে খরচ বেশি পড়ে, আবার দুর্গম এলাকায় পানি সহজলভ্য নাও হতে পারে। তাই নিজের বোতল সঙ্গে রাখলে সুবিধা হবে।

পাওয়ার ব্যাংক-
ফোনে নেভিগেশন, ছবি তোলা কিংবা প্রয়োজনীয় নথি দেখাতে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। তাই একাধিক পাওয়ার ব্যাংক রাখলে বিপদে পড়তে হবে না।

ইউনিভার্সাল অ্যাডাপ্টর-
দেশ বা বিদেশ—যেখানেই যাওয়া হোক না কেন, মোবাইল, ক্যামেরা বা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য একটি ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টর থাকলে ঝামেলা এড়ানো যাবে।

তোয়ালে ও ছাতা-
এই সময় হঠাৎ বৃষ্টির সম্ভাবনা থাকে।
রোদের হাত থেকেও বাঁচায় ছাতা। তাই ছোট তোয়ালে ও ছাতা অবশ্যই রাখার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।

সানস্ক্রিন-
রোদের তেজ থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন অপরিহার্য, বিশেষত সমুদ্রসৈকতে। সঙ্গে রাখুন রোদচশমা, টিস্যু পেপার ও স্যানিটাইজার, যাতে জীবাণুর সংক্রমণ এড়ানো যায়।
গরমে স্বাস্থ্য ও আরামকে গুরুত্ব দিতে চাইলে, বেড়াতে বেরোনোর আগে ব্যাগে এই জিনিসগুলি রাখতেই হবে।

তাহলেই গরমকে হার মানিয়ে উপভোগ করা যাবে নির্ভার ছুটি।

এসএন 

Share this news on: