বোর্ড পরীক্ষার খাতার মূল্যায়ন ও সংরক্ষণ নিয়ে কঠোর বার্তা
মোজো ডেস্ক 05:21PM, May 05, 2025
বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গোপনীয়তা ভঙ্গকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে শিক্ষা বোর্ড জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন বা বৃত্ত ভরাটে শিক্ষার্থী বা তাদের পরিবারের সদস্যদের সহায়তা নিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
সোমবার (৫ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বোর্ড পরীক্ষার উত্তরপত্র একটি অত্যন্ত গোপনীয় নথি, যা প্রধান পরীক্ষক বা নির্ধারিত পরীক্ষকের হাতে থাকা উচিত। এটি অন্য কাউকে দিয়ে মূল্যায়ন বা পূরণ করানো আইনত দণ্ডনীয়। ১৯৮০ সালের পরীক্ষা পরিচালনা আইনের ৪২ নম্বর ধারা অনুযায়ী, এই অপরাধে দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
এছাড়া, উত্তরপত্র মূল্যায়নের সময় গোপনীয়তা নিশ্চিত করতে প্রধান পরীক্ষক ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।