মোহিত সুরির নতুন সিনেমা সইয়ারা'র চূড়ান্ত আলোচনায় এখন উঠতি অভিনেতা আহান পান্ডে। বলিউডে অভিষেকের আগেই যিনি নজর কাড়ছেন দর্শকদের। তবে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন খোদ পরিচালক মোহিত সুরি। তাঁর কথায়, ক্যামেরার সামনে আহানের অফিসিয়াল অডিশনে তিনি মোটেও মুগ্ধ হননি। বরং সবকিছু বদলে দেয় এক অনির্ধারিত রাত, এক স্বতঃস্ফূর্ত মুহূর্ত।
সম্প্রতি সাইরাস ব্রোচার সঙ্গে এক খোলামেলা আড্ডায় মোহিত জানান, আহানের অডিশন ছিল সাধারণ মানের। একদমই চাহিদামতো নয়। কিন্তু সেদিনই একান্তে ডিনারে বের হন দুজনে। সেখানেই গল্পের মোড় নেয় নাটকীয় এক দিকে।
কয়েক গ্লাস পানীয়ের পর হঠাৎ করেই আহান উঠে পড়েন এক বার টেবিলে। শুরু করেন স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স, নিজের ভেতরের এক অনাবৃত আত্মপ্রকাশ। যেন সিনেমার ফ্রেম ছাপিয়ে বাস্তবেই অভিনয়ের বিস্ফোরণ! মোহিত বলেন, “ওইটাই ছিল আসল অডিশন। তখনই বুঝেছিলাম এই ছেলেই আমার ছবির নায়ক।”
এই অনিশ্চয়তা আর হঠাৎ পাওয়া আত্মবিশ্বাসের পেছনে লুকিয়ে ছিল এক নতুন তারকার উন্মেষ। আজ যখন সইয়ারা মুক্তি পেয়েছে, আর আহানের অভিনয় নিয়ে ইতোমধ্যেই প্রশংসা উঠেছে, তখন সেই বার টেবিলেই যেন লেখা হয়েছিল বলিউডের নতুন গল্প।
মোহিতের মতে, একজন শিল্পীর অভিনয় শুধু সংলাপ বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেটি প্রকাশ পায় তাঁর শরীরী ভাষা, আত্মবিশ্বাস আর মুহূর্তকে দখল করার সাহসে। আহান ঠিক সেখানেই বাজিমাত করেছেন।
নেপথ্যের সেই মুহূর্ত আজ হয়ে উঠেছে বলিউডের এক নতুন অধ্যায়ের সূচনার গল্প।
এফপি/টিএ