প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখলেন অনীত পাড্ডা। বলিউডের বহু প্রতীক্ষিত রোমান্টিক ছবি সাইয়ারা নিয়ে এখন আলোচনার কেন্দ্রে তিনি। ছবির মুক্তির আগের রাতে, নিজের অনুভূতির এক বিশেষ মুহূর্তে অনীত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন এক আবেগঘন চিঠি। সেখানে তিনি কৃতজ্ঞতা জানান ছবির পরিচালক মোহিত সুরিসহ পুরো টিমকে।
অভিনেত্রী লিখেছেন, “তিনি ভালোবাসাকে বোঝেন অন্যরকমভাবে, আর কষ্টকে বোঝেন এক নিখাদ ও সত্য অনুভব দিয়ে।” মোহিত সুরিকে এভাবেই বর্ণনা করেন অনীত, তাঁর লেখা থেকে স্পষ্ট—এই ছবিটি শুধু একটি অভিনয়ের সুযোগ ছিল না, বরং এক গভীর আবেগ ও আত্মার যাত্রা।
ছবিতে অনীতের বিপরীতে আছেন আহান পান্ডে, যিনি নিজেও এই ছবির মাধ্যমেই অভিষেক করছেন। মোহিত সুরির কাহিনি ও পরিচালনায় এক অন্যরকম প্রেমের গল্পের ছোঁয়া আছে সাইয়ারা-তে। আর অনীতের মতে, এই গল্প তাঁকে ছুঁয়ে গেছে একেবারে ভেতর থেকে।
মোহিত সুরি যেভাবে ভালোবাসা, কষ্ট ও চরিত্রদের মনের গভীরতা ফুটিয়ে তোলেন, তাতে অভিষেক পর্বেই এই দুই নতুন মুখ অনীত ও আহান যেন এক নতুন বলিউড অধ্যায়ের সূচনা করলেন।
ছবিটি এখন হলে চলছে, দর্শক-সমালোচকরা একসঙ্গে চোখ রাখছেন পর্দায়—অনুষ্ঠানের বাইরে যে আবেগ ও আন্তরিকতা আছে, তা আদৌ বড় পর্দায় জীবন্ত হয়ে উঠছে কিনা।