তিন দশক ধরে পর্দায় রাজত্ব করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সময় বদলেছে, পরিপ্রেক্ষিত বদলেছে, বদলে গেছে দর্শকদের রুচিও—তবু একটাই নাম থেকে গেছে টলিউডের অপরিহার্য মুখ হিসেবে। এবার অকপট হলেন এই অভিজ্ঞ অভিনেত্রী ,নিজের অভিনয়জীবন থেকে শুরু করে পারিবারিক দূরত্ব, প্রযোজনার চ্যালেঞ্জ, এমনকি নতুন প্রজন্মের মানসিকতা নিয়েও মুখ খুললেন স্পষ্ট ভাষায়।
‘পুরাতন’ ছবি দিয়ে প্রযোজক হিসেবে এক নতুন জন্ম হয়েছে তাঁর। এবার আবার রাহুল বোসের সঙ্গে জুটি বেঁধেছেন বহু বছর পর। আসছে থ্রিলারধর্মী ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। চরিত্রে নতুনত্ব, গল্পে টানটান উত্তেজনা আর একজন সংগ্রামী নারীর জীবন সব মিলিয়ে এই ছবিতে ঋতুপর্ণা যেন নিজেকেই নতুন করে খুঁজে পেয়েছেন।
এই অভিজ্ঞ অভিনেত্রী বলেন, “আমরা সাফল্যে ভেসে যাইনি, বরং লেগে থেকেছি। সাফল্য আমাকে আরও নম্র করেছে।” কথায় ছিল একধরনের আত্মবিশ্বাস, আবার নতুন প্রজন্মের প্রতি সূক্ষ্ম খোঁচাও “এঁদের কাছে সব কিছু সহজলভ্য, আমাদের পথ ছিল অনেক কঠিন।”
কাজের ফাঁকে ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখাও যে কতটা চ্যালেঞ্জিং, তা-ও বলেন খোলাখুলি। স্বামী-সন্তানের সঙ্গে দূরত্বের আক্ষেপ, প্রফেশনাল দায়বদ্ধতা সব কিছু মিলিয়েই গড়ে উঠেছে তাঁর জীবন। স্টারডমের আড়ালে এই যে একজন পরিণত, আত্মবিশ্বাসী নারী, সেটাই আজকের ঋতুপর্ণা।
‘ম্যাডাম সেনগুপ্ত’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে শুধু নিজের অবস্থানই নয়, বরং বয়স ও অভিজ্ঞতা মিলেও নতুন রূপে উঠে আসছেন এই অভিনেত্রী—যাঁর ক্ষুধা এখনও শেষ হয়নি, বরং দিনের পর দিন আরও তীব্র হচ্ছে।
এফপি/ এসএন