টলিউডে আসতে চলেছে আর এক সংবেদনশীল প্রেমকাহিনি। রনরাজ পরিচালিত আসন্ন ছবি ‘সে তো আজও বোঝে না’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল সিনেপ্রেমীদের মধ্যে। পোস্টারে দেখা গেল সোহম চক্রবর্তীকে এক নতুন অবতারে—চরিত্রের নাম সোহম আচার্য। তাঁর চোখে যেন আটকে আছে এক গভীর ব্যথা, না বলা অনুভব আর অদ্ভুত এক নীরবতা।
এই রোমান্টিক ড্রামায় সোহমের সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার ও বিবৃতি চ্যাটার্জি। আবহ সৃষ্টি করছেন জনপ্রিয় সুরকার জিত গাঙ্গুলি, যার সুর এই আবেগঘন গল্পকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেই মনে করছেন অনুরাগীরা।
পাণ্ডে মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে উঠে আসবে প্রেম, বিচ্ছেদ ও আত্ম-উপলব্ধির কাহিনি। ইতিমধ্যেই ছবির পোস্টার থেকে তৈরি হয়েছে এক আবেগঘন ছায়া, যা বুঝিয়ে দিচ্ছে—এই গল্প শুধু বিনোদন নয়, মন ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা।
এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি হয়ে উঠতে চলেছে ‘সে তো আজও বোঝে না’।
পোস্টারের শেষ লাইনেই যেন সিনেমার গভীরতা -
"সে বোঝেনি... কিন্তু আপনি হয়তো বুঝে ফেলবেন!"
এখন শুধু অপেক্ষা, কবে বড় পর্দায় এই অনুভব ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়।
টিকে/