আজ বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস
আজ ৫ মে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস। ২০০৯ সালে কমিউনিটি অব পর্তুগিজ স্পিকিং কান্ট্রিজ (সিপিএলপি) এবং ২০১৯ সালে ইউনেসকো এই দিনটিকে পর্তুগিজ ভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে প্রায় ২৬৭ মিলিয়ন মানুষ মাতৃভাষা বা দ্বিতীয় ভাষা হিসেবে পর্তুগিজ ব্যবহার করে, যা এটি বিশ্বের পঞ্চম সর্বাধিক ব্যবহৃত মাতৃভাষায় পরিণত করেছে।
পর্তুগিজ বিশ্বের নয়টি দেশে (পর্তুগাল, ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, গিনি-বিসাউ, গিনি-ইকুয়েটোরিয়াল, সাও টোমে ও প্রিন্সিপে, তিমুর-লেস্টে) সরকারি ভাষা এবং চীনের ম্যাকাও অঞ্চলেও অফিসিয়াল ভাষার স্বীকৃতি পেয়েছে।
প্রতি বছর সিপিএলপি দেশগুলো নানা আয়োজনে এই দিবস উদযাপন করে। এবারের অধিবেশনটি হচ্ছে সাও টোমে ও প্রিন্সিপেতে, যেখানে অংশ নিচ্ছেন দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
এ দিবসটির মূল লক্ষ্য ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। যদিও সাধারণ মানুষের মধ্যে এর উদযাপন সীমিত, তবু রাষ্ট্রীয়ভাবে এটি আন্তঃদেশীয় ভাষাগত বন্ধনকে জোরদার করে।
বাংলা ভাষাতেও পর্তুগিজের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। 'জানালা', 'বারান্দা', 'চাবি', 'সাবান' ইত্যাদি বহু শব্দ এসেছে পর্তুগিজ থেকে। এমনকি প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা ছিলেন একজন পর্তুগিজ নাগরিক—ম্যানুয়েল আসামসাও।
বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস শুধু ভাষার উদযাপন নয়, এটি বৈচিত্র্যের মধ্যে সংহতি ও ঐতিহাসিক সাংস্কৃতিক মৈত্রীর প্রতীক।
টিকে/টিএ