কেসিসি নির্বাচন: ফল বাতিল ও বিএনপির প্রার্থী মঞ্জুরের মামলার শুনানি ২৬ মে
মোজো ডেস্ক 10:38PM, May 05, 2025
২০১৮ সালের খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের ফলাফল বাতিল এবং বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী ঘোষণার দাবিতে দায়ের করা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। খুলনা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক খুরশীদ আলম রোববার (৪ মে) শুনানির দিন ঠিক করে আগামী ২৬ মে একতরফা শুনানির নির্দেশ দিয়েছেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “আদালত ন্যায়ের পক্ষে রায় দেবেন বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত চতুর্থ কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন। কারচুপির অভিযোগ এনে ফলাফল বর্জন করেন বিএনপি প্রার্থী মঞ্জু এবং ১১ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। প্রায় সাত বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম শুরু হয়।
এরই মধ্যে কেসিসির পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৯ আগস্ট মেয়র ও ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরকে বরখাস্ত করে।