যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগমন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

এর আগে গতকাল সোমবার (০৫ মে) বাংলাদেশে সময় ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় প্রধানকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।

এ নিয়ে গত কয়েক দিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে। দলের ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে অভ্যর্থনা ঘিরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদিন সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করছি।

তিনি বলেন, যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতাকর্মীরা জাতীয় ও বিএনপির পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন- এটা আমরা নির্দেশনা দিয়েছি।

এদিন খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে স্বাগত জানাতে দলীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এ ছাড়া ছাত্রদল লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত; যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন; মহানগর দক্ষিণ বিএনপি হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম; স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান; কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়; শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল; ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার; মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২; মহিলা দল গুলশান-২ গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড অবস্থান করবেন।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতারা গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন।

খালেদা জিয়ার অভ্যর্থনাকে কেন্দ্র করে কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির নির্দেশনা মতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যতটা সম্ভব এড়িয়ে চলা হোক, এবং বিকল্প রাস্তায় যাতায়াত করা হোক। যানজট এড়াতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলগুলো নির্ধারিত টোল পরিশোধ করে এদিন সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

এর আগে, নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর হিথ্রো বিমানবন্দরে মা খালেদা জিয়াকে বিদায় জানান তিনি।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত ৭ জানুয়ারি রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ May 06, 2025
img
১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছে ছেলে, আবেগে কাঁদলেন ক্লিনার বাবা May 06, 2025
img
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা May 06, 2025
শুটিং ছেড়ে খেলায় মৌসুমী হামিদ, কি বললেন সাকিবকে নিয়ে? May 06, 2025
img
নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : ইইউ রাষ্ট্রদূত May 06, 2025
img
পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে May 06, 2025
img
তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার May 06, 2025
ইমরান খানের নামে অপপ্রচার: ডনের লোগো ব্যবহার করে ভুয়া খবর May 06, 2025
img
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে May 06, 2025
লড়াইয়ের ফলাফল: বেতন বাড়িয়ে সম্মান ফিরে পেলেন নারী ফুটবলাররা May 06, 2025