প্রশংসা পাচ্ছে সুবহার ‘কালকে টুনির বিয়া’

চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা। অভিনয়ের পাশাপাশি ভালো গানও গেয়ে থাকেন তিনি। এবার ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবহা। গানটি প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছে সুবহা।

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি রচনা করেন প্রমিত কুমার। গানটি ২০০৯ সালে সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । এটি সে সময়ে দুই বাংলায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়।

শাহ হুমায়রা সুবহা বলেন, আমি তো গানের মডেল হই না। কিন্ত এই গানটা যখন আমাকে অফার করল তখন শুনে ভালো লেগেছে। মিউজিক ভিডিওটি সিনেমাটিক তাই রাজি হয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে; খুব ভালো লাগছে।

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবহার।এই নায়িকার মুক্তির অপেক্ষায় আরও পাঁচটি সিনেমা রয়েছে।

আরএম/এসএন

Share this news on: