বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার শিবালিক শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘরোয়া ক্রিকেটে বারোদার হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটারকে সোমবার (৫ মে) রাজস্থানের যোধপুর থেকে গ্রেফতার করা হয়।
যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শেষে তাকে আটক করা হয়। পরে আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বারোদায় এক নারীর সঙ্গে পরিচয় হয় শিবালিকের। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং পরিবারগুলোর কাছেও সম্পর্কটি পরিচিত ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টে ওই নারী বারোদায় গেলে জানতে পারেন, শিবালিকের পরিবার অন্যত্র বিয়ের পাত্রী খুঁজছে। এরপরই তিনি ধর্ষণের অভিযোগ করেন।
৩১ বছর বয়সী শিবালিক শর্মা প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচে ১০৮৭ রান করেছেন। এছাড়া ১৩টি লিস্ট 'এ' ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। তার শেষ ম্যাচ ছিল জম্মু-কাশ্মীরের বিপক্ষে।