কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি

স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করার পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশে প্রাদেশিক সরকার গঠনের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বর্ধিত আলোচনায় বসে এনসিপি। আলোচনার বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সরাসরি জনগণের ভোট এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিরোধিতা করেছে এনসিপি। তার মতে, প্রতীকের কারণে সহিংসতা বাড়ে এবং ভালো মানুষ রাজনীতিতে পিছিয়ে পড়ে।

প্রদেশভিত্তিক সরকার ব্যবস্থার পরিবর্তে এনসিপি সুসংহত ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার কাঠামো গড়ে তুলতে চায়। নির্বাচন কমিশনের ওপর অভিযোগ তদন্তে সংসদীয় কমিটির বদলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রস্তাব দেয় তারা, যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত সম্ভব হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের স্বাধীনতা চেয়ে আগের অবস্থানেই অনড় রয়েছে এনসিপি। তবে এ নিয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় দলটি।

সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে বিরোধী দলের সদস্যদের যুক্ত করা, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের দুই কক্ষের সদস্যদের ভোটে নির্বাচনের প্রস্তাব এবং বড় সংবিধান সংশোধনগুলোতে গণভোটের পক্ষেও মত দেয় দলটি।

প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচন এবং ভোটার সম্প্রসারণের প্রস্তাবও তুলে ধরে এনসিপি।

বৈঠকে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে সংস্কারের এই আলোচনাগুলো ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে সহায়ক হবে।”


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ