কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৬ মে) স্টেট গেস্ট হাউস যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
মি. থপিল তার দ্বিতীয় সরকারি সফরে বাংলাদেশে এসেছেন এবং তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল রয়েছে, যার সদস্যরা কানাডার খ্যাতনামা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী—যেমন বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাকটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস।

থপিল বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। তাই আমি ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে এসেছি, আমরা বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’
তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব পদক্ষেপ সাহসী এবং সময়োপযোগী।

কানাডার প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘আপনি একটি চমৎকার উপদেষ্টা দল গঠন করেছেন। আমরা ইতিবাচক অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। আপনার সরকারের নেওয়া সংস্কারগুলো দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তুলছে, আর কানাডা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।’

অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘আমরা এক বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছি—যা আমরা পেয়েছি, তা এক কথায় বিপর্যয়। যেন ১৫ বছরের দীর্ঘ একটি ভূমিকম্পের পর যা পড়ে থাকে, তাই হাতে পেয়েছি। অসম্ভব প্রতিকূলতার মধ্যেও আমরা ধারাবাহিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। আর সামনে এগোতে আমাদের পাশে এমন বন্ধুদের প্রয়োজন।’

প্রধান উপদেষ্টা কানাডিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উষ্ণ আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং একটি আঞ্চলিক রপ্তানি হাব হিসেবে গড়ে ওঠার বিশাল সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন, উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে রপ্তানি করতে পারেন। আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে চাই। কানাডাকে সবসময় বাংলাদেশে স্বাগত।’

প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

কানাডীয় প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস, বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সল্যুশনসের ব্র্যাড কোলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার দক্ষিণ এশিয়া প্রতিনিধি ল্যাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাকটিভওয়্যারের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসের গ্লোবাল সেলস ভাইস প্রেসিডেন্ট টনি র‍্যাডফোর্ড।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সেমির আশা টিকাতে লঙ্কানদের বিপক্ষে কাল জিততে হবে টাইগ্রেসদের Oct 20, 2025
img

জুলাই সনদ বাস্তবায়ন

বিশেষ আদেশের ভিত্তি নিয়ে ভাবছে ঐকমত্য কমিশন Oct 20, 2025
img
এনসিপিকে কেন শাপলা দেওয়া যাবে না, নীলা ইসরাফিলের ব্যাখ্যা Oct 20, 2025
img
বিমানবন্দরের ঘটনায় পোশাক রপ্তানিকারকদের ১ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা Oct 20, 2025
img
এবার জামায়াতের বিরুদ্ধে নাহিদের তোপ : মাসুদ কামাল Oct 20, 2025
img
চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : বিএনপি Oct 20, 2025
img
জবি ছাত্রদল নেতা জুবায়েদের খুনিদের গ্রেপ্তার দাবিতে বংশাল থানা ঘেরাও Oct 20, 2025
img
চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন Oct 20, 2025
img
জুলাই সনদের আইনি ভিত্তি না হলে ওই সনদ কাগজেই সীমাবদ্ধ থাকবে : জুমা Oct 20, 2025
img
নিজের এক্স প্রোফাইল থেকে পিএসএল টিমের নাম মুছে ফেললেন রশিদ Oct 20, 2025
img
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক Oct 20, 2025
img
জুলাই সনদে যারা সই করেছে তারা এই দেশকে ধারণ করে না : হান্নান মাসউদ Oct 20, 2025
img
রিশাদকে নিয়ে নান্নুর মন্তব্যে Oct 19, 2025
img
তিনি যা বানাচ্ছেন তা কেউ কখনো করেননি : রণবীর সিং Oct 19, 2025
img
প্রয়োজন শেষে রূপ বদলালেন ড. ইউনূস : জিল্লুর রহমান Oct 19, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস Oct 19, 2025
img
চাকসুতে নির্বাচিতদের শপথ গ্রহণের সম্ভাব্য সময় বৃহস্পতিবার! Oct 19, 2025
img
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন Oct 19, 2025
img
জয়া আহসান এখন শুধু একটি নাম নয়, ব্র্যান্ড! Oct 19, 2025
img
যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৫১ জনের , আহত অন্তত ১৫০ Oct 19, 2025