ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের দিকে এ শব্দ শোনা যায়। এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় মিসাইল হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জবাব দিতে শুরু করে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এই বিস্ফোরণের শব্দটি কিসের ছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। শ্রীনগর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সবচেয়ে বড় শহর।
মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানে যে মিসাইল হামলা চালিয়েছে এটি ২০১৯ সালের পর সবচেয়ে বড়। ওই বছরের ফেব্রুয়ারিতে ভারতের কাশ্মীরের পুলওয়ামাতে বোমা বিস্ফোরণে ৪০ সেনা নিহত হয়। এর সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়েছিল ভারত।
এছাড়া মঙ্গলবারের হামলাটি ১৯৭১ সালের পর পাক ভূখণ্ডের সবচেয়ে গভীরে ভারতের হামলার ঘটনা। ওই বছর পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করছিল বাংলাদেশ। যুদ্ধের শেষ দিকে এতে যোগ দেয় ভারত। ওই যুদ্ধের মাধ্যমেই বিশ্বে নতুন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত তাদের আকাশসীমা থেকেই এসব মিসাইল ছুড়েছে। তারা পাকিস্তানের ভেতর প্রবেশ করতে পারেনি। সূত্র: সিএনএন