ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮ জন

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনার পর দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (৭ মে) সকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হামলায় একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনায় আঘাত হেনেছে এবং একে তিনি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন।

আইএসপিআরের মহাপরিচালক জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এরমধ্যে প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমানবাহিনী।

জিও টিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী দুটি শত্রু যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। নিরাপত্তা সূত্রগুলো এটাকে সীমান্ত পার হয়ে আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে।

এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে তারা ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!

এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানা হয়, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেয়া হয়েছিল।

মোট ৯টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। এই অভিযানে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানানো হয়।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে : দুদু May 08, 2025
img
হজযাত্রীদের ব্যাগে জর্দা-চুন-শুঁটকি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয় May 08, 2025
img
সশস্ত্র বাহিনীতে যোগ দিতে না পারায় আক্ষেপ রাজকুমারের May 08, 2025
img
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান ৩ দিনের রিমান্ডে May 08, 2025
img
আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার May 08, 2025
img
ডিনার ডেটে আনুশকা-কোহলি, ভিডিও মুহূর্তেই ভাইরাল May 08, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলার চেষ্টা ব্যর্থ, ভারতীয় প্রতিরক্ষার দাবি May 08, 2025
img
আমরা উত্তেজনা বাড়াতে চাই না:জয়শঙ্কর May 08, 2025
img
এবার মাহফুজ ও আসিফকে সরে যেতে বললেন এনসিপি নেত্রী May 08, 2025
img
“সালমান শাহ বেঁচে থাকলে হয়ত আমাকে ফিল্ম ছাড়তে হতো না”— ডলি জহুর May 08, 2025