ক্রিকেট খেলতে নেমেই ‘এক ওভারে কত বল’ প্রশ্নে অবাক তাসনুভা তিশা

গত সোমবার থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। টি-২০ ফরম্যাটে আয়োজিত এই ৫ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় সব তারকারা।

দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরের কয়েকটি ম্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও চলছে তারকাদের প্র্যাকটিস সেশন, সঙ্গে মাঠে তাদের আনাগোনাও দেখা যায়।

‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ খেলছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি প্লে গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে এক প্রশ্নের মুখে পড়ে রীতিমতো অবাক বনে যান এই অভিনেত্রী। তাকে প্রশ্ন করা হয়- ‘এক ওভারে কত বল?’

অভিনেত্রীর সেই প্রশ্নের জবাবের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। খানিকটা হতবাক হওয়ার পর অভিনেত্রী বলতে শুরু করেন, ‘প্রথমত, এইটা যদি আমি না জানি, তাহলে আমাকে সিসিটিতে নেওয়া হতো না। এছাড়াও এতদিনে জানা হয়ে গেছে, এক ওভারে কত বল। প্লিজ এই লেইম কোয়েশ্চনটা করবেন না হ্যাঁ?’

তাসনুভা তিশা বলেন, ‘এটা খুবই অফেন্সিভ একটি প্রশ্ন, যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি। যদিও ক্রিকেট আমার পেশা না, তারপরও আমি খেলতে আসছি। আর মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিতো না। আর জ্ঞান না থাকলেও প্র্যাক্টিসের জন্য এতদিনে জ্ঞান হয়ে গেছে। সো, ছয় বল- এ এক ওভার, এটা সবাই জানে।’

জানা গেছে, ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এ এবারের আসরে তাসনুভা তিশা ছাড়াও অংশ নিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ অনেক তারকারা।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেল বিবিসি May 09, 2025
img
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির May 09, 2025
img
ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই : তাসনুভা তিশা May 09, 2025
img
ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না : অনামিকা চক্রবর্তী May 09, 2025
img
আ.লীগ নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ May 09, 2025
সারাদেশ থেকে যে কারণে প্রধান উপদেষ্টার বাসভবনে ছাত্রজনতা May 09, 2025
img
আজও অস্বাস্থ্যকর রাজধানী ঢাকার বাতাস May 09, 2025
img
হামলার বিষয়ে ভারতীয় মিডিয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান May 09, 2025
সাবেক মেয়র আইভীর বাড়িতে অভিযান, আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ May 09, 2025
img
গ্রেফতারের পর যা জানালেন সাবেক মেয়র আইভী May 09, 2025