ভারতের হামলার পরও ঠিক সময়েই হবে পিএসএল

মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় মিসাইল হামলা চালাল ভারত। বিগত কয়েক সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতির মাঝে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল এটাই। এতে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। আবার বিপরীতে ভারতের ৫টি বিমান ধ্বংস করার দাবি উঠিয়েছে পাকিস্তান।
 
দুই দেশের এমন সংঘাতের মাঝে শঙ্কায় পড়েছে ক্রীড়াঙ্গন। ভারত এবং পাকিস্তান দুই দেশেই চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। যেখানে মাঠের খেলা ক্রিকেট নিয়ে ব্যস্ত সারা বিশ্ব থেকে আসা নামী ক্রিকেটাররা। চলমান এই সংঘাতের মাঝে ক্রিকেটের অবস্থা কেমন হবে, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরইমাঝে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। পিসিবি তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিএসএল তার নির্ধারিত সূচি মেনেই চলবে। আজ সন্ধ্যায় সূচি অনুযায়ীই মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটেই যথারীতি টস হবে।
 
বর্তমানে পিএসএল অবস্থান করছে রাওয়ালপিন্ডিতে। সেখানে চারদিনের জন্য থাকবে ফ্র্যাঞ্চাইজ এই আসর। এরপর ১১ তারিখের ম্যাচ হবে মুলতানে। রাওয়ালপিন্ডিতেই হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের আয়োজক হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম।
 
এদিকে সংঘাতের এই সময়ে পিএসএলে অবস্থানরত দুই ক্রিকেটারের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। বোর্ড সভাপতি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে শান্ত ও নিরাপদ বোধ করেন।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি, যাতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

কীভাবে ৭১ সালকে অস্বীকার করা হয়েছিলো? May 11, 2025
img
‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ May 11, 2025
img
ফের শাহবাগ মোড় ব্লকেড জুলাই আন্দোলনে আহতদের May 11, 2025
img
দেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না : আমীর খসরু May 11, 2025
img
আমি সারা জীবন সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি: হিনা খান May 11, 2025
img
আ.লীগ নিজেরাই নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে: সালাহউদ্দিন আহমদ May 11, 2025
ঘরের মাঠে ২৫ বছর ক্যারিয়ারের ইতি টানলেন মুলার May 11, 2025
img
সরকার চাইলে মালিকানায় নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান May 11, 2025
img
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ May 11, 2025
img
অন্তর্বাস না পরার রহস্য ফাঁস করলেন উরফি May 11, 2025