'ভালো হয়ে যাও মোদি', এনসিপি নেতার মন্তব্য

পাক-ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

বুধবার (৭ মে) সকালে একটি ফেসবুক পোস্টে মাহিন সরকার লেখেন, ‘মোদির নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান...যাই! একটু পাশের দেশে হামলা করে আসি। ভালো হয়ে যাও মোদি!’

এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কিংবা জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষাপটে বাইরের শত্রুকে টার্গেট করে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ এবং তা ঘিরে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।

আরএম/এসএন

Share this news on: