উরি হামলার পরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে তাই আর দেখা যায়নি ফাওয়াদ খানকে বলিউডের ছবিতে।
তবে সেই নিষেধাজ্ঞা উঠেছিল ৯ বছর পরে। তার বলিউডের ছবি ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল খুব শিগরগিরই। কিন্তু কাশ্মিরের পেহেলগাম কাণ্ডের পরে পাক অভিনেতার ছবির উপরে জারি হলো নিষেধাজ্ঞা।
এরপরই ‘অপারেশন সিঁদুর’ নামে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর সেই হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ফাওয়াদ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতা লিখেছেন, ‘এই লজ্জাজনক হামলায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহতদের আত্মার শান্তি কামনা করি। তাদের কাছের মানুষকে এই সময় আল্লাহ শক্তি দিন। তবে সকলের কাছে আমার একটাই আর্জি- এমন উত্তপ্ত আবহে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢালবেন না। এই কঠিন সময়ে সকলের মধ্যে সুবুদ্ধি বিরাজ করুক। ইনশাআল্লাহ! পাকিস্তান জিন্দাবাদ।’
শুধু ফাওয়াদ নয়। ভারতীয় সেনার হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির ও মাওরা হোসেনরা। বলিউডে তারাও দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এফপি/এস এন