জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় ধনী, পেছনে ফেললেন বেজোসকে

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১২ বিলিয়ন ডলার, যেখানে বেজোসের সম্পদ ২০৯ বিলিয়ন ডলার।

এই উত্থানের প্রধান কারণ মেটা শেয়ারের জোরালো পারফরম্যান্স। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৪২.৩১ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসেই মেটার শেয়ার ১৬ শতাংশের বেশি বৃদ্ধি পায়, তুলনায় অ্যামাজনের শেয়ার বেড়েছে মাত্র ৬.৩৩ শতাংশ।

এই ব্যবধান স্পষ্ট হয় আরও একটি পরিসংখ্যানে: সোমবার একদিনেই জাকারবার্গ আয় করেন ৮৪৬ মিলিয়ন ডলার, বিপরীতে বেজোস হারান প্রায় ২.৯ বিলিয়ন ডলার।

তবে তালিকার শীর্ষস্থান এখনও ধরে রেখেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৩৩১ বিলিয়ন ডলার। সম্প্রতি তিনি সরকারি দায়িত্ব থেকে সরে এসে টেসলায় বেশি মনোযোগ দেওয়ার ঘোষণা দেন, যার প্রভাবেও তার সম্পদ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের বাজার পারফরম্যান্স ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিতেই এই ধনীদের সম্পদে বড়সড় ওঠানামা ঘটছে।


এসএস

Share this news on: