নিয়মবহির্ভূতভাবে দুই বাংলাদেশিকে ব্যবসায় সহায়তা করার দায়ে সৌদি আরবের এক নারীকে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে মক্কার ফৌজদারি আদালত। ভবিষ্যতে তারা আর সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবে না।
‘সৌদি গ্যাজেট’ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘তাস্তুরি’ বা ভুয়া কোম্পানির মাধ্যমে বিদেশিকে ব্যবসার সুযোগ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। সৌদি ওই নারী নিজের নামে একটি প্রতিষ্ঠান খুলে দেন এবং এর মাধ্যমে বাংলাদেশি দুই নাগরিক মক্কায় পরিবহণ ব্যবসা চালাতেন। আয়কৃত অর্থ তারা দেশের বাইরে পাচার করছিলেন।
সৌদি আইনে, বিদেশিদের বৈধভাবে ব্যবসা করতে হলে কমপক্ষে ১০ লাখ রিয়াল পুঁজি ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আর এই শর্ত পূরণ না করে স্থানীয়ের নামে প্রতিষ্ঠান খুলে বিদেশিদের ব্যবসার সুযোগ করে দেওয়াই ‘তাস্তুরি’, যা পুরোপুরি অবৈধ।
আদালতের রায়ে:
প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে, প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল এবং সব কার্যক্রম স্থগিত করা হয়েছে, কোম্পানির জাকাত, ফি ও কর আদায় বন্ধ রাখা হয়েছে, অভিযুক্তদের নাম ও ছবি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
তদন্তে আরও উঠে আসে, সৌদি নারী তার নামে ঋণ নিয়ে ট্যাংকার কিনেছিলেন, যা বাংলাদেশিরা নিজেদের মালিকানা দাবিতে ব্যবহার করত এবং ব্যবসায়িক চুক্তিও করত।
এই ঘটনায় সৌদি বাণিজ্য মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে এবং অবৈধ ব্যবসায়িক সহযোগিতার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।
এসএস