ফেনীতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগে এক মাকে প্রকাশ্যে নাকে খত দেওয়ানোর ঘটনায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দিবাগত রাতে ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।
এ ঘটনায় ভুক্তভোগী সাজেদা বেগম ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দেলুকে প্রধান আসামি করা হয় এবং আরও ১২ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, ১ মে রাতে ইউনিয়নের মধ্যম মাথিয়ারা গ্রামে এক সালিসে সাজেদা বেগম ও জোহরা বেগমকে তাদের ছেলেদের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগে জোর করে নাকে খত দিতে বাধ্য করা হয়। এ সময় দেলোয়ার হোসেন লাঠি দিয়ে সাজেদা বেগমের স্পর্শকাতর স্থানে আঘাত করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার তিন দিন পর ৪ মে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে এবং জেলা বিএনপি দেলুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।
ভিডিওতে দেখা যায়, সালিসে দেলু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে দুই নারীকে নাকে খত দিতে বাধ্য করছেন, আশপাশে উপস্থিত লোকজন চুপচাপ দাঁড়িয়ে আছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেলুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএস