ড্রোন হামলায় কাঁপছে পাকিস্তান: লাহোর, করাচিসহ ১০ শহরে বিস্ফোরণ

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের কেঁপে উঠল পাকিস্তানের মাটি। লাহোরের পর করাচি, গুজরানওয়ালা-সহ ১০ শহরের ১৫টি এলাকা কাঁপল বিস্ফোরণে। প্রতিটি শহরেই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে খবর।

অপারেশন সিঁদুরের ২৪ ঘণ্টার মধ্য়ে কারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। যদিও পাকিস্তানের নিশানা ভারতীয় সেনা। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৮ মে) সাতসকালে কেঁপে ওঠে লাহোর সেনা ছাউনি সংলগ্ন এলাকা। তারপরই বিস্ফোরণের খবর মেলে করাচি থেকে। পাকিস্তানি বৈদ্যুতিন মাধ্যম সামা টিভিতে সেখানকার এসএসপি মালির জানান, করাচিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘটনাস্থসে পৌঁছেছে পুলিশের বিশাল টিম। পাশাপাশি গুজরানওয়ালা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ১২টি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে দাবি পাক পুলিশের। এরপরই স্থানীয়দের ঘরের অন্দরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে ধাতব টুকরো উদ্ধার হয়েছে। 

শুধু লাহোর বা করাচি বা গুজরানওয়ালা নয়, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাওয়ালপিণ্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালোচিস্তান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জনসংযোগ আধিকারিক ডিজি লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরি জানান, বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে একাধিক এলাকা থেকে ১২টি হার্প ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে কোনও বিস্ফোরণের কথা পাকিস্তানের তরফে স্বীকার করা হয়নি।

উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। হামলা চালানো হয় ড্রোনের মাধ্যমে। এর ২৪ ঘণ্টার মধ্যে একের পর এক ড্রোন হামলা হচ্ছে একাধিক পাক শহরে। কে বা কারা এই হামলা চালাচ্ছে, তা স্পষ্ট নয়। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025
img
১০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন May 08, 2025
img
জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়লো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র May 08, 2025
img
বাংলাদেশের হয়ে সামিতের খেলা নিয়ে যা বলছে তার ক্লাব May 08, 2025
img
জলবায়ু লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে কপ-৩০ : সভাপতির আশা May 08, 2025
img
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত May 08, 2025
img
কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের May 08, 2025
img
বিনিয়োগে মন্দা, পাঁচ মাসে ৮ শতাংশের নিচে ঋণ প্রবৃদ্ধি May 08, 2025
img
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ May 08, 2025
img
দিনাজপুরে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025