ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন এবার খবরের শিরোনামে এলেন পারিবারিক এক উদ্বেগজনক ঘটনার কারণে। জাতীয় দলে অনেক স্মরণীয় মুহূর্তের অংশ হওয়া রুবেলের বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন (১৪) বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন।

রুবেল হোসেন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। পরে সাবেক অধিনায়ক তামিম ইকবালও ফেসবুকে পোস্ট দিয়ে নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে বিষয়টি ছড়িয়ে দেন।

পোস্টে জানানো হয়, তামিম হোসেন সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাটের ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

উল্লেখ্য, রুবেল হোসেন ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট নেওয়া এই পেসার টেস্টে ৩৬ এবং টি-টোয়েন্টিতে ২৮টি করে উইকেট নিয়েছেন। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও এখনো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন, সর্বশেষ বিপিএলে তিনি খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামেন।

টিকে/টিএ

Share this news on: