নাটোরে ১৫ মে থেকে শুরু হবে আম পাড়া

নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফ্ফর জাতের লিচু গাছ থেকে পারার সময়সীমা নির্ধারণ করেছে নাটোর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আম-লিচু আহরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আবহাওয়ার তারতম্যে নির্ধারিত সময়ের আগে আম ও লিচু পেকে গেলে সে ক্ষেত্রে গাছ থেকে পারতে অনুমতি নিতে হবে ইউএনও ও কৃষি বিভাগের।

নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান খান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহাঙ্গীর ফিরোজসহ আম ও লিচু চাষি এবং ব্যবসায়ীরা।

সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে পারতে শুরু করতে পারবেন চাষিরা। এ ছাড়া মোট ১৫ জাতের আম পাড়া যাবে ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত। আর লিচু ২৫ মে পর্যন্ত। নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আড়ত ও বাগানগুলোতে পরিচালিত হবে মোবাইল কোর্ট। এ ছাড়া কম খরচে রাজধানীসহ বিভিন্ন জেলায় আম পাঠাতে ডাক বিভাগের পাশাপাশি ট্রেনের স্পেশাল সার্ভিসগুলো কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথা সভায় জানানো হয়।

সময়সূচি অনুসারে আগামী ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণী পছন্দ ও খিরসাপাত, ২ জুন থেকে লক্ষনভোগ, ১২ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ, ফজলি ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি। এ ছাড়া সভায় ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সব প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে ক্যামিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নাটোর জেলায় চলতি বছরে ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ৬ হাজার ৫০৮ টন লিচু এবং ৫ হাজার ৬৯৪ হেক্টর আম বাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত পরবর্তী আলোচনার নির্দেশ প্রধান উপদেষ্টার May 09, 2025
img
শাবনূরের জন্য ১৭ বার বাথরুমে গেলেন জায়েদ খান May 09, 2025
img
রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ আলম May 09, 2025
img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025
img
‘পুরো শহর নেমে আসুন’—আবদুল হান্নান মাসুদের আহ্বান May 09, 2025
img
ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ May 09, 2025