ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সংগঠনটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর শাকিব খানকে শ্রেষ্ঠ নায়কের সম্মাননা ও শাবনূরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে আগামী শনিবার (১৭ মে) বিকেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেদিন চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, কনটেন্ট ক্রিয়েটর, বিনোদন সাংবাদিক, নারী উদ্যোক্তা, ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার জানান, এ বছর মেগাস্টার শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবনূরকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সেরা নায়ক হিসেবে চিত্রনায়ক নিরব, চলচ্চিত্রে চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, চিত্রনায়ক সজল, চিত্রনায়ক সিয়াম, অভিনেতা শিবা শানু, টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, সামিরা খান মাহি, তানজিন তিশা, সংগীতে কণ্ঠশিল্পী আসিফ আকবর, বেলাল খান, মুনসুর, ইথুন বাবু, এসআই সুমন, সুমি শবনম, আতিয়া আনিসাকে ইতিমধ্যে মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, এজেএফবি প্রতিবছর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সংগঠনটিতে মজুমদার ফিল্মসের প্রপাইটর প্রযোজক ফারুক হোসেন মজুমদার সভাপতি ও চিত্রনায়ক নিরব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এফপি/এস এন