আইভীকে আটকে অভিযান, পুলিশকে ঘিরে ধরেছেন সমর্থকরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটক করতে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার একটি দল দেওভোগ এলাকার তার বাসভবন ‘চুনকা কুটিরে’ প্রবেশ করলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও আইভীর সমর্থকরা রাস্তায় নেমে আসেন। তারা তার বাড়ির প্রবেশ পথের দুই দিক বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে অবরোধ করে রাখেন। এক পর্যায়ে পুলিশের একটি দলও ওই বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের মসজিদ থেকে মাইকিং করে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়। মুহূর্তেই আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ঘটনার বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এখনো পুলিশ আইভীর বাসায় অবস্থান করছে এবং আইভী নিজেও বাসার ভেতরেই আছেন।


এসএস

Share this news on:

সর্বশেষ