আওয়ামী লীগ নিষিদ্ধ, খুনিদের বিচার ও জুলাই বিপ্লবকে সুসংহত করার দাবিতে সারা দেশের মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে মাসুদ লেখেন, “পুরো শহর নেমে আসুন। সারা দেশ আরেকবার রাস্তায় নেমে আসুন। বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর এদেশকে বাঁচাতে—অবশ্যই আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।”
তিনি আরও লেখেন, “ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, খুনিদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ নিশ্চিত করে বিপ্লবকে সুসংহত করা প্রতিটি শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের অঙ্গীকার।”