আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাত ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ২৩ মিনিট পর, রাত ১টা ২৩ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তাদের বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার চাওয়ার জোরালো দাবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ফয়সালা হয়ে গেছে—আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে না। তারা ফিরবে, কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে।”

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “যারা আওয়ামী লীগকে পরিশোধিত করে আবার রাজনীতিতে ফেরাতে চান, তাদের পরিণতিও হবে স্বৈরাচার হাসিনার মতো। আওয়ামী লীগের জায়গা বাংলার রাজনীতিতে নেই।”

এছাড়া জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “এই অন্তর্বর্তী সরকার যেন আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিক দাবি উপলব্ধি করে। আমরা দেখতে পাচ্ছি, আগস্ট থেকেই একটি 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের প্রচেষ্টা চলছে। কিন্তু আমাদের রক্তে রাঙানো ইতিহাস আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসনের অনুমতি দেবে না।”


এসএস

Share this news on:

সর্বশেষ

img
অভিনেতাদের জীবিত থাকাকালীন সম্মান প্রদান করা আরও গুরুত্বপূর্ণ- নওয়াজউদ্দিন May 09, 2025
img
‘ভারত অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে’ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস আলম May 09, 2025
img
আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিএসএল আয়োজন করবে আমিরাত, জিও নিউজের প্রতিবেদন May 09, 2025
img
আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আর বিলম্ব কাম্য নয়: এবি পার্টি May 09, 2025
img
তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁইছুঁই May 09, 2025
img
পাল্টা হামলা করার আগে কূটনীতিকে কাজে লাগাবে পাকিস্তান May 09, 2025
রাজপথেই আ. লীগের ফয়সালা করে ঘরে ফিরব: নাসির উদ্দীন পাটোয়ারী May 09, 2025
জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও নিয়ে ক্ষুব্ধ শহিদের বাবা May 09, 2025
img
পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টনে গণঅধিকার পরিষদের মিছিল May 09, 2025