টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের দুই ভাই।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে, উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায়।

আহত দুই ভাই ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। বর্তমানে তারা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা ছুটে এসে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।‌ পরে তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই আহত দুজনকে ঢাকা নেওয়া হয়।

আহত মাসুম ও মঞ্জুরুলের বাবা আবু সাঈদ মেম্বার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আহত মাসুম পারভেজের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আসাদুল তার ভাইয়ের পক্ষ নিয়ে মাসুম পারভেজের বাসায় গিয়ে হুমকি-ধামকি দেন। পরে রাতে মাসুম ও মঞ্জুরুল মোটরসাইকেল নিয়ে গড়বাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, বড় ছেলে মাসুম পারভেজ বর্তমানে আইসিওতে ভর্তি রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় সখীপুর থানায় মামলা করা হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাফালের মুখোমুখি জে-১০সি: যুদ্ধক্ষেত্রে চীনা প্রযুক্তির প্রথম পরীক্ষা? May 10, 2025
img
বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করতে পারে ভারত May 10, 2025
img
শুভর ‘নীলচক্রে’ বালাম কী করছেন? May 10, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে May 10, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ May 10, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার May 10, 2025
img
সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ May 09, 2025
img
ভারতে চার বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধ করল ইউটিউব: ডিসমিসল্যাব May 09, 2025
img
আসুন প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়ি: মির্জা ফখরুল May 09, 2025