সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আসিফ নজরুল

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে দায়ী করছেন কেউ কেউ। এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আইন উপদেষ্টা।

শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন আসিফ নজরুল।

ওই পোস্টে তিনি লেখেন, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।

আইন উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না।

আরআর/টিএ

Share this news on: