স্ত্রী আমার সঙ্গেই আছে, মিথ্যা ছড়াবেন না : শামীম হাসান সরকার

কদিন ধরেই আলোচনায় রয়েছেন শামীম হাসান সরকার। আলোচনা ও সমালোচনা সমানতালে চলছে। প্রথমে এক অভিনেত্রী শামীমের ব্বিরুদ্ধে অভিযোগ তোলেন, সেই সূত্র ধরে অভিনেতা সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ চলে আসে।

এরপর অহনা শামীমকে জবাব দেন। এর মধ্যে আরেক অভিনেত্রী শামীমের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এসবের মধ্যেই নতুন গুঞ্জন ওঠে যে শামীম হাসান সরকারের স্ত্রী আফসানা অভিনেতাকে ছেড়ে চলে গেছেন। এসব সহ্য করতে না পেরেই নাকি শামীম হাসানকে ছেড়ে স্ত্রী নিজ বাড়িতে চলে গেছেন।

তবে এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন ম্যাঙ্গো স্কোয়াড খ্যাত শামীম হাসান সরকার। তিনি এই গুঞ্জনের জবাব দিইয়েছেন সামাজিক মাধ্যমে।

নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আমার স্ত্রী আমার সাথেই আছে। ভিউস এর জন্য অসুস্থ নিউজ করবেন না।

ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।

অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদক গ্রহনেরও।

এই ঘটনার রেশ যেতে না যেতেই এ শামীম হাসান সরকার অভিনেত্রী অহনার প্রেম জীবন নিয়ে মন্তব্য করে বসেন। যার ফলে অহনাও বুধবার (৭ মে) দিবাগত রাত দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লেখেন,‘ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কী এমন অপবাদ দিয়েছেন?

এই ঘটনার পরই শামীমের বিরুদ্ধে শুটিংসেটে দুই বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী, বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা। যেখানে তিনি শামীম হাসান সরকারকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করেছেন। একইসঙ্গে অভিনেত্রী দাবি করেছেন, শামীমের ব্যবহারের কারণে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি।

গত ৪ এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তার প্রীতিকে বিয়ে করেন শামীম হাসান সরকার। পরিচয়ের মাত্র আট মাস পর বিয়ে করেন তারা; দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরএম  


Share this news on:

সর্বশেষ

img
‘জি এম কাদেরের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানতে চায় ছাত্র-জনতা’ May 11, 2025
img
বিশ্ব রেকর্ড ভারতীয় নারী ক্রিকেট দলের May 11, 2025
img
মা ভক্ত বলিউডের যেসব তারকা May 11, 2025
img
পাক অভিনেত্রী মাওরা থাকলে থাকবেন না হর্ষবর্ধন May 11, 2025
img
কোহলির অবসর রুখতে মরিয়া বিসিসিআই! সাহায্য চেয়ে প্রভাবশালী ক্রিকেটারের দ্বারস্থ বোর্ড? May 11, 2025
img
পুলওয়ামার নেপথ্যেও ছিল পাক সেনার মাস্টারপ্ল্যান! May 11, 2025
লীগকে নিয়ে কি বার্তা দিলেন হাসনাত May 11, 2025
img
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল May 11, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত May 11, 2025
কাশ্মীর সমস্যা সমাধানে যে পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প May 11, 2025