'সার্ক গতিশীল থাকলে ভারত-পাকিস্তান সংঘাত হতো না'

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ( সার্ক) কার্যক্রম গতিশীল থাকলে ভারত পাকিস্তান সংঘাত হতো না। আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতো।

শুক্রবার ( ৯ মে) বিকেলে তেঁতুলিয়া বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নওশাদ জমির বলেন, সার্কের স্বপ্নদ্রস্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিল জিয়াউর রহমানের সুদূর দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে, কিছু রাষ্ট্র সার্ককে আগাতে দিল না। সার্কের যে মহত্ত্ব ছিল, প্রতি বছর দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো আলোচনায় বসতো। রাস্ট্র নেতারা একটা জায়গায় বসতেন। প্রতি বছর যদি নেতারা আলোচনায় বসতেন, তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিলো।

তিনি বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে, বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাষ্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।

আরএম 

Share this news on:

সর্বশেষ