মিডিয়ার বেশির ভাগ মানুষ শামীমকে অসুস্থ বলে : অহনা

শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুদিন আগে কথা হয়েছিল। একে অপরকে দোষারোপ করেছেন। গত মঙ্গলবার এই সম্পর্ক নিয়ে শামীম হাসান সরকার কথা বলেছেন।

শামীম জানান, একসময় তাদের মধ্যে প্রেম ছিল।

কিন্তু সে সময় অহনা তার সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন শামীম। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম।

এদিকে প্রিয়াঙ্কা প্রিয়া নামের একজন অভিনেত্রী শামীমের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

তবে সংবাদ সম্মেলনে শামীম ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেন। এদিন অভিনেতা তাঁর ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন।

শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার সাত বছরের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম।

কিন্তু তখনো মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ‘ডাবল টাইমিং’য়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে আলোচনার জন্ম দেন শামীম।

এবার এটা নিয়ে অহনা মুখ খুলেছেন। ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম হাসান সরকার।

এই অভিনেত্রী বলেন, ‘আমি কোনো দিন কোথাও কী কারো নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কী? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটা ঢাকার জন্য? ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে (শামীম) মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি।’

ডাবল টাইমিং প্রসঙ্গে অহনা বলেন, ‘কিসের ডাবল টাইমিং? আমি একজন নারী। প্রকাশ্যে আমাকে নিয়ে এসব কথা কিভাবে বলে! আমি কি কখনো বলেছি শামীমকে ভালোবাসি? বলিনি।

শামীমের সঙ্গে কাজ করতে করতে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কটা। আমি এগোতে দিইনি। কারণ, আমি তখনো আগের মানুষটা থেকে বের হতে পারিনি। আর শামীম কী করল! সবার সামনে আমাকে অপমান করল! মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলে না। কিন্তু পেছনে বলে।’

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
কানাডায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার May 10, 2025
img
ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা May 10, 2025
img
সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল বন্ধ May 10, 2025
img
ক্রসবর্ডার লড়াই শুরু হওয়ার পর মুসলমানদেরকে আক্রমণ করছে হিন্দুত্ববাদীরা: পিনাকী May 10, 2025
img
ইকুয়েডরে সশস্ত্র সংঘর্ষে ১১ সেনা নিহত, আহত ১ May 10, 2025
img
ষড়যন্ত্র করে থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে: হাসনাত May 10, 2025
img
ক্রাশ পাত্তা দেয় না? নিজেকে সামলাবেন যেভাবে May 10, 2025
img
ভুল নিয়মে ব্যথার ওষুধ খেলে হতে পারে যেসব ক্ষতি May 10, 2025
img
ভারতীয় গণমাধ্যমকে এক হাত নিলেন আফ্রিদি May 10, 2025
img
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শেহবাজ May 10, 2025