সময় যত গড়াচ্ছে ভারত-পাকিস্তান সংঘাত ক্রমশই যুদ্ধে দিকে এগিয়ে যাচ্ছে। এর মাঝেই ভারতীয় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে ভারতীয় গণমাধ্যমকে কার্টুন নেটওয়ার্ক বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এই কথা বলেন শহীদ আফ্রিদি।
তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতার মতো সাংবাদিকতার মূল্যবোধ রক্ষার বদলে পরিণত হয়েছে একটি ব্যঙ্গচিত্রে, বিশ্বাসযোগ্য বার্তাকক্ষের বদলে কার্টুন নেটওয়ার্কে।
দুই দেশের পাল্টাপাল্টি হামলায় বন্ধ হয়ে গেছে পিএসএল ও আইপিএল। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্তের ঘটনায় পিএসএলের খেলা বাতিল করতে হয় পিসিবিকে।
এদিকে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালস ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হামলা করেছে বলে জানায় ভারত। এরপর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, আইপিএলের চলমান আসর স্থগিত করা হয়েছে।
তাই খেলা বন্ধ হওয়া নিয়ে আফ্রিদি লিখেছেন, খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের শিকার। ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে, তাই পিএসএল স্থগিত করা হয়েছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।
পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আবার মাঠে খেলা ফিরুক, এই প্রত্যাশাও জানিয়েছেন আফ্রিদি। তার ভাষ্য, স্টাম্পগুলো আবার দাঁড়াক। শুধু খেলার জন্য নয়, শান্তির জন্য।
বর্তমানে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে রাখা হয়েছে। এর মধ্যে বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের পাশাপাশি শহীদ আফ্রিদিও আছেন। ভারত থেকে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করলে ‘এই অ্যাকাউন্ট বর্তমানে ভারতে প্রবেশযোগ্য নয়।
এসএন