বলিউডে পাকিস্তানকে ‘খলনায়ক’ হিসেবে দেখানো নতুন কিছু নয়। এখন পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে, যেগুলোর মধ্যে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বর্ডার’ ও ‘এলওসি কার্গিল’-এর মতো ছবি রয়েছে, এবং সেগুলো বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরপর গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যেটিকে ‘অপারেশন সিঁদুর’ নাম দেওয়া হয়। আর এই ঘটনাকেই কেন্দ্র করে বলিউডের নতুন সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, এ নিয়ে বলিউডের ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামে সিনেমার নাম রেজিস্টার করেছে। এর ৪৮ ঘণ্টা পার না হতেই নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামের দুই প্রযোজনা সংস্থা যৌথভাবে সিনেমার পোস্টার প্রকাশ করে। আর তা নিয়েই ভারতের অনেক নাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ সিনেমাটি পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার রাতে তারা সিনেমাটির পোস্টার প্রকাশ করেন, যেখানে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে সেনাদের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছেন। পোস্টারের ওপরে লেখা রয়েছে—‘ভারত মাতা কী জয়।’ আর এই পোস্টার ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা প্রতিক্রিয়া।
নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, “জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাকলেও, এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা উপার্জনের ব্যাপারে তারা সদা প্রস্তুত।” আরেকজন কটাক্ষ করে বলেন, “যখন দেশের সেনাবাহিনী সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে লড়ছে, তখন বলিউড মুনাফার সুযোগ নিচ্ছে।” কেউ কেউ নির্মাতাদের ‘নির্লজ্জ ও লোভী’ বলেও আখ্যা দেন।
এছাড়া অনেকে আবার অভিযোগ করেছেন যে, এত গুরুগম্ভীর একটি ইস্যুর উপর নির্মিত সিনেমার পোস্টার তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে—যা অনেকে অত্যন্ত অশোভন মনে করেছেন। কেউ কেউ বলছেন, “নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে ফেলেছে এরা।” সব মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার বর্তমানে ব্যাপক চর্চা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এসএস/এসএন