টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

১৯৭৫ থেকে ১৯৮৩– পরপর তিনটা বিশ্বকাপ হয়েছিল ক্রিকেটের পুণ্যভূমি ইংল্যান্ডের মাঠে। একই ঘটনা টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও। ২০২১ এবং ২০২৩ সালের পর ২০২৫ সালেও টেস্ট ক্রিকেটের বড় এই ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাঠে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে আসতে পারে পরিবর্তন। ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

খবরটি সামনে এনেছে বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তারা জানায় গতমাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির এক বৈঠকে ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন। আর এই প্রস্তাবকে আইসিসির পক্ষে থেকেও বেশ ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভারত আইসিসি বৈঠকে প্রস্তাবনা দেয়ার পরেই মূলত তা সবুজ প্রস্তাব পেয়ে গিয়েছে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিসিআই-য়ের সিইও অরুণ ধুমাল। তারই পূর্বসূরী জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। আর সঙ্গত কারণে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিডকে জয়ী হিসেবেই ধরে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের টেস্ট সিরিজ ফাইনাল আয়োজন করে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়াম। এরপর ২০২৩ সালে দ্য ওভালে হয়েছিল ফাইনাল। এবার ২০২৫ সালের ফাইনালটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ২৫ জুন। ম্যাচ হবে লর্ডসে। যেখানে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে আইসিসির কাছে চাপ প্রয়োগ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অন্য কোনো নিরেপেক্ষ ভেন্যুতে হলে ইংল্যান্ড সেইসময়ে অতিরিক্ত একটি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে চায়।

তবে আইসিসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। এর পেছনে বড় কারণ দর্শক উপস্থিতি। ফাইনাল যদি ভারতে হয় এবং ভারত ফাইনালে উঠতে না পারে, তবে গ্যালারিতে দর্শকসংখ্যা কমে যেতে পারে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নিরেপেক্ষ দেশগুলোর ম্যাচে দর্শক সংখ্যা ছিল একেবারেই হাতেগোণা। তবে লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি, আগের দুই ফাইনালেও ইংল্যান্ড না থাকার পরেও দর্শক ছিল পরিপূর্ণ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী May 10, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলছে শাহবাগে May 10, 2025
img
এবার তিন ফরম্যাটের প্রোটিয়াদের দায়িত্ব পেলেন শুকরি কনরাড May 10, 2025
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি, রাস্তায় গলে পড়ছে পিচ May 10, 2025
img
ছোট ছোট মিছিল নিয়ে গণজমায়েতে অংশ নিচ্ছে ছাত্র-জনতা May 10, 2025
img
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানাল জাস্টিস কাউন্সিল May 10, 2025
img
রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত May 10, 2025
img
ভারতের জম্মু-কাশ্মির থেকে হজ ফ্লাইট বাতিল May 10, 2025
img
মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার May 10, 2025
img
অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী May 10, 2025