শালীন পোশাক পরলেও অনেক মন্তব্য শুনতে হয় : তিশা

ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা বর্তমানে অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে। সম্প্রতি অনুষ্ঠিত ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ অংশ নিয়েছেন তিনি।

পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে দেশের নামকরা অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা অংশ নিয়েছেন, যার মধ্যে তিশাও একজন।

দুই বছর পর মাঠে গড়ানো এই টুর্নামেন্ট নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন তিশা। যেখানে ওঠে আসে নারীদের পোশাক প্রসঙ্গও। তিশা জানান, নারী তারকাদের পোশাক নিয়ে কথা বলছেন অনেকে।
বাজে মন্তব্যের মুখোমুখি হওয়াটা নিত্যদিনের বিষয় হয়ে উঠছে।

সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, ‘আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজেভাবে পোট্রে করা হচ্ছে নিউজগুলোতে। ইউটিউবে ব্যক্তিগত ব্যাপারের চাইতেও পোশাকের বিষয় নিয়ে মাতামাতি বেশি। কে কতটুক কীভাবে কাপড় পরল, কি করলো না করলো, তারপরে আমরা খেলা দেখাতে কম এটা দেখাতে এসেছি বেশি, ওটা বেশি মানে খুবই আজেবাজে কমেন্ট আসে।

সেখানে কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে।’

পোশাকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আবার যারা এই নিউজটা দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড়। এটাও আবার কমেন্ট করবে। এখানে আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন। কি যে পরবো জানি না।

যাই হোক খেলা তো আসলে খেলাই। ছেলে-মেয়ে সবার জন্য একই রকম। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরও আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা আমাদের জায়গা থেকে যতটা কন্ট্রোভার্সি এড়িয়ে যাওয়া যায়। কারণ, কন্ট্রোভার্সির তো শেষ নেই।’

শালীন পোশাক পরলেও বাজে মন্তব্য ধেয়ে আসে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়। তো এটা আসলে বলে লাভ নাই বা মানে বোরকা পরলে আবার অনেকে অনেক খেপে যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে অনেক শালীনভাবে একটা শালোয়ার কামিজ পরে, ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি। তারপরও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে।’

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারীসহ ২ ‘চাঁদাবাজকে’ গাছে বেঁধে পুলিশে সোপর্দ May 10, 2025
img
ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেডের দাবিতে সমাবেশ May 10, 2025
img
সিদ্ধান্ত প্রায় নিশ্চিত হলে তারা বলবেন, ‘আমরাও নিষিদ্ধ চাই’: হান্নান মাসউদ May 10, 2025
img
বিএনপিসহ সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় : প্রিন্স May 10, 2025
img
জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধে সুস্পষ্ট ঘোষণা না পেলে মার্চ টু যমুনা ঘোষণা হাসনাত আব্দুল্লাহর May 10, 2025
img
‘১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’ May 10, 2025
img
বাবা যুদ্ধক্ষেত্র থেকে ফোন করতেন : আনুশকা May 10, 2025
img
টিকিট বুকিংয়ের পর মুক্তি বাতিল, ৬০ কোটি ক্ষতি সিনেমা হলের! May 10, 2025
img
পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদরা May 10, 2025