রাজধানীতে যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হেলাল উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ভোরে উত্তরার ৪ নম্বর রোডের তিন নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নার্গিস আক্তারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

নার্গিস আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএ/এসএন

Share this news on: