আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণতন্ত্রের অন্তরায়—সারোয়ার তুষারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্রের জন্য এক বড় হুমকি হিসেবে অবস্থান করছে।

তুষার লিখেছেন, “আওয়ামী লীগকে রেখে দেয়া হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি। এ দলটি কোনো রাজনৈতিক দল নয়—তাদের প্রমাণ করতে হবে যে তারা আদৌ একটি রাজনৈতিক দল।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি দেশবিরোধী শক্তিতে রূপ নিয়েছে, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। দলের শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”

১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা এবং ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত শাসনামলকে "নব্য বাকশালী" শাসন বলে উল্লেখ করে তুষার অভিযোগ করেন, “আওয়ামী লীগ সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। গণতন্ত্র ধ্বংসে এই দলটি বারবারই ভূমিকা রেখেছে।”

তার মতে, “এই দলকে টিকিয়ে রাখাই এখন গণতন্ত্রের সবচেয়ে বড় অন্তরায়।”


এসএস/এসএন

Share this news on: