কক্সবাজার জেলার যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেল আহমেদ বাহাদুর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
বাহাদুর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে আটক করে।
বাহাদুরের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, টেন্ডারবাজি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নানা সময় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
যুবলীগের সভাপতি থাকাকালে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হন বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন বাহাদুর। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে। গ্রেফতারের পর বাহাদুরকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/