আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আটকে দিয়েছে আন্দোলনকারীরা: উমামা ফাতেমা

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদের দেওয়া বিবৃতি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আটকে দিতে পেরেছে আন্দোলনকারীরা।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করা তুলনামূলক ভালো সিদ্ধান্ত মনে করি। এর ফলে আওয়ামী লীগের বিচারের যাবতীয় প্রক্রিয়া ত্বরান্বিত হবে এমনটি বলা যাচ্ছে না। এছাড়া তিনি আওয়ামী লীগের বিচার দেখতে চেয়েছেন।

এদিকে যেই ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি এসব কথা বলেছেন সেটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদের বিবৃতি। বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানায়, আজ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বিবৃতিতে আরো বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সেখানে আরও জানানো হয়েছে, শনিবার (১১ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরআর 

Share this news on: