গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বিরুদ্ধে ৩৩৪ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে ইতালির প্রযুক্তি প্রতিষ্ঠান মোটিপ্লাই গ্রুপ একটি মামলা দায়ের করেছে।
গত শুক্রবার (১০ মে) প্রতিষ্ঠানটি অভিযোগ করে বলেছে, গুগল বাজারে নিজের একচেটিয়া প্রভাব খাটিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে ছোট ব্যবসাগুলোকে।
মোটিপ্লাই গ্রুপ ইতালির জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ‘ট্রোভাপ্রেজি.আইটি’ পরিচালনা করে। এক বিবৃতিতে তারা জানায়, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে গুগলের একতরফা পদক্ষেপের কারণে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘সেভেনপিক্সেল’-এর স্বাভাবিক বিকাশে বড় বাধা তৈরি হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, গুগল নিজস্ব সেবা গুগল শপিং-কে অগ্রাধিকার দিয়ে অন্য কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে।
মোটিপ্লাই এই মামলাটি ইতালির মিলান শহরের আদালতে দায়ের করেছে।
এর আগেও গুগলের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ প্রমাণিত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইইউ কোর্ট অফ জাস্টিস-এ। ২০১৭ সালে ইউরোপীয় কমিশন গুগলকে ২৪২ কোটি ইউরো জরিমানা করে, কারণ হিসেবে বলা হয় গুগল তার নিজস্ব শপিং সেবা প্রচারে প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ মামলার বিষয়ে গুগলের একজন মুখপাত্রকে মন্তব্যের অনুরোধ জানানো হলেও তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
আরএম/এসএন